বিসমিল্লাহ বলার ১১ নিয়ম জেনে নিন

বিসমিল্লাহ অর্থ কি

বিসমিল্লাহির রাহমানির রাহিম এর অর্থ কি যারা জানেন না তাঁদের জন্য উত্তর হলো বিসমিল্লাহির রাহমানির রাহিম এর অর্থ হলো পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে।

যখন এ কোনো ভালো কাজ অথবা শুভ কাজ শুরু করবেন তখনই বিসমিল্লাহির রাহমানির রাহিম পড়বেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম এর অর্থ কি তা এতক্ষণে নিশ্চয় জেনে বুঝে গিয়েছেন আল্লাহ এর নাম নিয়ে যেকোনো কাজ করলে কাজটিতে বরকত আসবে।

বিসমিল্লাহ অর্থ কি সেটিও নিশ্চয় বুঝতে পেরেছেন। বিসমিল্লাহ অর্থ কি তা জানার আগে জেনে নিন বিসমিল্লাহ এর গুরুত্ব। যেকোন কাজ এর শুরুতে বিসমিল্লাহ বললে আল্লাহ আপনার কাজে মঙ্গল এবং বরকত এনে দিবে । এত বেশি তাৎপর্যপূর্নময়ী এই ছোট শব্দটি।

বিসমিল্লাহ
  1. খাওয়া শুরু করার পূর্বে
  2. স্বামী স্ত্রী সহবাসের পূর্বে
  3. টয়লেটে ডুকার আগ মূহুর্তে
  4. প্রানী জবাই করার পূর্বে
  5. শোওয়ার পূর্বে
  6. কোথায় যাত্রা করার পূর্বে
  7. চিঠি লেখার পূর্ব
  8. ঘর থেকে বের হওয়ার পূর্বে
  9. মসজিদ থেকে বের হওয়ার সময়
  10. যেকোনো সূরা পড়ার শুরুতে
  11. নৌ যানে যাত্রা শুরু করার পূর্বে

আরো পড়ুন….

Twitter X: The Next Evolution of Social Media

💃💃TikTok Name Style📸

🌟 Instagram Stylish Name 💃

Top 20+ Instagram Name Style | 💫😍

🔥💥🎮 Level up your game with these sizzling Free Fire name styles ! 💪🔥😎

🔥🎮 Discover the Coolest Free Fire Name to Dominate the Gaming Arena! 🏆

🎯 Master the Art of FB Stylish Bio 💯 Stand Out in the Crowd 🌈

💎🔥 Unlock Exclusive Benefits with a Facebook VIP Account! Join Now! 😍✨

🌟 “Unlock Your Facebook VIP Bio /Status 🎉🔐✨

বিসমিল্লাহির রাহমানির রাহীম এর ফজিলতঃ

বিসমিল্লাহির রাহমানির রাহীম এর ফজিলত রয়েছে অনেক। আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে দেখবেন কোরআন শরীফের সূরা তাওবা ছাড়া বাকি সব গুলো সূরাতে ব্যবহার করা হয়েছে বিসমিল্লাহির রহমানির রাহীম আয়াতটি। মূলত এই আয়াতটি ব্যবহার করা হয় একটি সূরা শেষ এবং নতুন একটি সূরা শুরু বোঝাতে।


আবার আরেকটি হাদীসে উল্লেখ আছে যে ব্যক্তি দিনে একবার বিসমিল্লাহির রাহমানির রাহীম পরে যে ব্যক্তি যে পরিমাণ গুনাহ করেছে তার এক বিন্দু ও বাকি থাকবেনা। এছাড়াও আপনাদের জন্য একটি গল্প উল্লেখ করছি যেখানে আপনারা জানতে পারবেন বিসমিল্লাহির রাহমানির রাহীম এর ফজিলত কতটুকু। ঘটনাটি হলো

মহানবী (সঃ) যখন মিরাজে তাশরীফ করেন তখন চারটি প্রবাহমান নদী পরিদর্শন করেছিলেন। চারটি নদী হলোঃ

  • পানির প্রস্রবণ
  • মধুর প্রস্রবণ
  • দুঢের প্রস্রবণ
  • পানীয় এর প্রস্রবণ


রাসূল (সঃ) জিব্রাঈল আমীনকে জিজ্ঞেস করলেইন এ নদীগুলো কোথ থেকে এসেছে? তখন হযরত জিব্রাইল (আঃ) উত্তর দিলেন , রাসূল আমি এ সম্পর্কে কিছু জানিনা।

তখন আরেকজন ফেরেশতা এসে বললেন আমি দেখাচ্ছি এই চারটি নদী কোথ থেকে এসেছে। তিনি তখন রাসূল (সঃ) কে একটি জায়গায় নিয়ে গেলেন যেখানে একটি গাছ ছিল যার নিচে একটি বিল্ডিং তৈরি হচ্ছিল । রাসূল (সঃ) দেখলে ওই বিল্ডিং এর দরজাএ তালা ঝুলছিল।

তখন রাসূল(সঃ) দরজা খুলতে বললেন। ফেরেশতা তখন বললেন তার কাছে এই দরজার চাবি নেই। কিন্তু তিনি এটাও বললেন রাসূল আপনার কাছে এই দরজার চাবি রয়েছে। দরজার চাবি হলোঃ

বিসমিল্লাহির রাহমানির রাহীম। তখন রাসূল (সঃ) তালাতে হাত দিয়ে বিসমিল্লহাইর রাহমানির রাহীম পড়লেন আর দরজাটি খুলে গেল।

আশা করি আপনারা বুঝতে পেরেছেন বিসমিল্লাহ কখন বলতে হয় এবং কিভাবে বলতে হয়।

Tags;

বিসমিল্লাহির রাহমানির রাহিম,
বিসমিল্লাহ আরবি লেখা,
বিসমিল্লাহির রাহমানির রাহিম আরবি,
বিসমিল্লাহির রাহমানির রাহীম বাংলা,
বিসমিল্লাহির রাহমানির রাহিম বাংলা অর্থ,
বিসমিল্লাহির রাহমানির রাহীম অর্থ,
বিসমিল্লাহ এর উপকারিতা,
বিসমিল্লাহ এর তাফসীর,

বিসমিল্লাহ পড়ার ফজিলত

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *